নাটা, গাজীপুরে ‘Role of fruits on nutritional food security and immunity, poverty reduction and employment’ শীর্ষক সেমিনার আয়োজিত

Created by Admin in News 29 Aug 2023
Share
আজ ২৯ আগস্ট ২০২৩ তারিখে জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা), গাজীপুরে 'Role of fruits on nutritional food security and immunity, poverty reduction and employment” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথির আসন অলংকৃত করেন কৃষি মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের দায়িত্বরত বাংলাদেশ সরকারের সম্মানিত অতিরিক্ত সচিব মোঃ জালাল আহমেদ স্যার। কর্মশালার সভাপতিত্ব করেন নাটার সুযোগ্য মহাপরিচালক জনাব মাহমুদুল হাসান স্যার।
মূল প্রবন্ধ উপস্থাপনায় ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ড. আব্দুর রহিম স্যার। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের পরিচালক ড. মো. মেহেদী মাসুদ স্যার এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার বিভাগের প্রধান প্রফেসর ড. ফখরুল হাসান স্যার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নাটার পরিচালক (প্রশিক্ষণ) ড. মো. মঈন উদ্দিন এবং পরিচালক (প্রশাসন) মো. আব্দুর রহিম স্যারদ্বয় উপস্থিত ছিলেন।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানী এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাবৃ্ন্দ অংশগ্রহণ করেন।

Comments (0)

Share

Share this post with others