Terms of Service

প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ

কোর্সে রেজিষ্ট্রেশন করার পূর্বে নির্দেশাবলী মনোযোগ দিয়ে পড়ুন

 

রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করার সময় আপনার যে সকল তথ্য প্রয়োজন হবে:

ক) জাতীয় পরিচয়পত্র নম্বর
খ) ভ্যালিড মোবাইল ও ইমেইল আইডি
গ) পোস্ট কোড এবং ব্যাক্তিগত ও চাকুরী সংক্রান্ত অন্যান্য তথ্যাবলী

 

রেজিষ্ট্রেশনের নিয়মাবলী:

১. আপনি যদি নতুন প্রশিক্ষণার্থী হন, তাহলে Sign up এ ক্লিক করুন। খালি ঘরে নাম, ই-মেইল, ফোন, ছবি এবং পাসওয়ার্স দিয়ে Submit বাটনে ক্লিক করুন। আপনার মেইলে একটি লিংক যাবে। মেইলে পাঠানো লিংকে ক্লিক করুন। ইনবক্সে মেইল খুঁজে না পেলে স্প্যাম বা অন্যকোন স্থানে খোঁজ করুন। পুনরায় tmis.nata.gov.bd লিংকে প্রবেশ করে Sign In এ ক্লিক করুন। Sign up এর সময় ব্যবহৃত ই-মেইল ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। 

২. আপনি যদি পূর্বে Sign up এবং মেইল ভেরিফিকেশন করে থাকেন তাহলে সরাসরি Sign In এ ক্লিক করুন। Sign up এর সময় ব্যবহৃত ই-মেইল ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।।

৩. লগ ইন করার পর আপনার প্রোফাইল দেখতে পাবেন। এখন প্রশিক্ষণ কোর্সে নিবন্ধন করার জন্য মেনু বারে Registration লিখার উপর ক্লিক করুন। পূর্বে কোন কোর্সে নিবন্ধণ করে থাকলে Registration with old data এর উপর ক্লিক করুন। প্রথমে কোর্স ও ব্যাচ সিলেকশন করুন। এখানে আপনার পুরাতন তথ্যগুলো এডিট করতে পারবেন। সব তথ্য দেয়া হয়ে গেলে Submit বাটনে ক্লিক করুন।

৪. পূর্বে কোন কোর্সে নিবন্ধণ না করে থাকলে Fresh Registration লিখার উপর ক্লিক করুন। প্রথমে কোর্স ও ব্যাচ সিলেকশন করুন। ছবি এবং লাল স্টার চিহ্ণ ঘরগুলো অবশ্যই পূরণ করবেন। সব তথ্য দেয়া হয়ে গেলে Submit বাটনে ক্লিক করুন।

৫. পাসওয়ার্ড ভুলে গেলে ‘ Forget your password’ এ ক্লিক করুন এবং আপনার মেইল আইডি দিন। মেইল প্রবেশ করে পাসওয়ার্ড রিসেট করতে পারবেন।

৬. রেজিস্ট্রেশন সম্পন্ন করার পরে প্রোফাইলের কোন তথ্য পরিবর্তন করার প্রয়োজন হয়, তবে এডিট প্রোফাইলে গিয়ে তথ্য পরিবর্তন করতে পারবেন।

৭. সফলভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পরে, আপনার বরাদ্দকৃত রুম নং সহ একটি ম্যাসেজ আপনার ইমেইলে যাবে।

৮. প্রশিক্ষণ শেষে প্রোফাইল থেকে আপনার সনদপত্র এবং রিলিজ লেটার ডাউনলোড করতে পারবেন।
 

.....................................নাটার প্রশিক্ষণে অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য অনেক ধন্যবাদ..........................