Eco-Friendly Techniques in Crop Pest Management" প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

Created by Admin in News 28 Aug 2023
Share
জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা) গাজীপুরে ২৭ আগস্ট ২০২৩ খ্রি. তারিখে "Eco-Friendly Techniques in Crop Pest Management" শীর্ষক ০৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সটি উদ্বোধন হল।
অনুষ্ঠানে নাটার পরিচালক (প্রশাসন) মো: আব্দুর রহিম স্যার প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন। সভাপতিত্ব করেন নাটার উপপরিচালক (পরিকল্পনা ও প্রকাশনা) নিলুফা আক্তার স্যার। নাটার উপপরিচালক (প্রশাসন) ড. মো: হুজ্জাতুল ইসলাম এবং কোর্সের কো-অর্ডিনেটর নাটার উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক স্যার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নাটাতে ২০২৩-২৪ অর্থবছরে এটা ৬ষ্ঠ একাডেমিক প্রশিক্ষণ কোর্স। কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞানী ও কর্মকর্তাগণ উক্ত প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করছেন।

Comments (0)

Share

Share this post with others